ড . মোঃ শহিদুল ইসলাম কলেজটি ২০০৮ সালের ১০ জুন এক দূর্ঘম এলাকা চরকগাছিয়া গ্ৰামে মোঃ শহিদুল ইসলাম (সোহেল) স্যার তার নিজের নামে প্রতিষ্ঠা করেন। কলেজটির প্রতিষ্ঠাতা মোঃ শহিদুল ইসলাম (সোহেল) স্যার এর মূল উদ্দেশ্য হলো হত-দরিদ্র ছেলে মেয়েদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। ড. মোঃ শহিদুল ইসলাম কলেজটি বরিশাল শিক্ষা বোর্ড থেকে ২০১১ সালের ৫ মে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার পাঠদানের অনুমতি পান এবং ২০২২ সালের ৬ জূলাই শিক্ষা মন্ত্রণালয় থেকে কলেজটি এমপিওভুক্তি ঘোষণা করেন। বর্তমানে কলেজটিতে সকল বিষয়ের শিক্ষকমন্ডলী কর্মরত আছেন। বিগত বছরগুলোতে এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ড থেকে সুনামের সহিত ভালো ফলাফল অর্জন করে আসছে।