DR. MD. SAHIDUL ISLAM COLLEGE

ড. মো: শহিদুল ইসলাম কলেজ

EIIN: 134876
SCROLLING TEXT

History of the college

বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরগুনা জেলা আমতলী উপজেলা চরকগাছিয়া গ্রামে সবুজ শ্যামলে ঘেরা এক দূর্গম এলাকায়   কলেজটি অবস্থিত। দূর্গম এলাকার ছেলে মেয়েদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এলাকার স্নেহভাজন ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব জনাব মোঃ শহিদুল ইসলাম সোহেল স্যার ১.১৬ একর জমিতে ২০০৮ সালের ১০ জুন নিজ নামে ড. মোঃ শহিদুল ইসলাম কলেজটি  প্রতিষ্ঠা করেন। ২০১১সালের ৫ মে বরিশাল শিক্ষা বোর্ড থেকে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার পাঠদানের স্বীকৃতি অনুমোদন দেন। ২০২২ সালের ৬ জুলাই বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় হতে কলেজটি এমপিওভূক্তি ঘোষণা করেন।  এই শিক্ষানুরাগী জনাব মোঃ শহিদুল ইসলাম সোহেল স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ অনার্স, এলএলবি,এলএলএম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন।এছাড়াও কুষ্টিয়া   ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল হাদিসে মাস্টার্স সহ ট্রিপল মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।  ভারতের গুজরাট থেকে পিএইচডি ডিগ্রি  অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  ফার্সি বিষয়েও ডিগ্রি অর্জন করেন। তিনি গ্রাম্যশিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে আরও দুটি কলেজ প্রতিষ্ঠা করেন। একটি হলো মডার্ন সোসাইটি আইডিয়াল কলেজ, তালতলী, বরগুনা এবং অপরটি হলো কলাপাড়া আইডিয়াল  কলেজ,কলাপাড়া,পটুয়াখালী।

General Notice


Routine


Office Order


General Notice